সিলেটে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালানসহ আটক ২
স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবতাপ উদ্দিন ও সাঈদ আহমদ নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ করা হয়।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এ চালান জব্দ করেন। আটক আবতাপ উদ্দিন সিলেটের জৈন্তাপুরের বাসিন্দা ও সাঈদ আহমদ মৌলভীবাজারের বাসিন্দা।বিমানবন্দর সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিজি ২৫২ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এ সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করে। তল্লাশিকালে ওই দুই যাত্রীর লাগেজে চার্জার লাইট, ফ্যানের ব্যাটারির ভেতর কৌশলে লুকানো সাড়ে ১৭.৫ কেজি স্বর্ণ পাওয়া যায়।