হাবিপ্রবির আয়োজনে গবাদি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান
হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।২৫ নভেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলার রামডুবিতে অবস্থিত বেলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে বিনামূল্যে ১৩০টি গবাদি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদানসহ, বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ঔষধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন স্যালাইন প্রদান করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।এতে সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন উর রশীদ ও সঞ্চালনা করেন প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম।এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, ভেটেরিনারি টিচিং হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ ও চিকিৎসা সেবা প্রদান করেন।বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপকৃত হন। উভয়পক্ষের উপকারের জন্যই বেশি বেশি এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে হবে।প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আমরা গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষদের সাথে খুবই কম মেশার সুযোগ পাই, তাই আজকের এই আয়োজন একটি মহতী উদ্যোগ। এই মানুষগুলোই দেশের মূল চালিকাশক্তি।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা অনেক সৌভাগ্যবান বলেই কৃষকদের সমস্যাগুলো সমাধানের জন্য, তাদের অভিযোগগুলো শোনার জন্য, তাদেরকে সরাসরি সেবা প্রদানের জন্য গ্রামে ছুটে আসতে পেরেছো।