ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্য স্ক্যানিং ক্যাম্পেইন
বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেডের উদ্যোগে ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য স্ক্যানিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় এ স্বাস্থ্য স্ক্যানিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার। এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।ক্যাম্পেইন পরিচালনা করেন ডা. মো. সাজেদ উল ইসলাম (সায়েম)। এসময় বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে। অভিজ্ঞ চিকিৎসকরা এখানে শিশু শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন।