• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৫:৫২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৫:৫২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে ৫ গ্রাম প্লাবিত, ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় অতিরিক্ত জোয়ারের পানির চাপে উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজার সংলগ্ন গ্রামরক্ষা বেড়িবাঁধ ভেঙে গেছে।গত ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরের পর স্থানীয় ভদ্রা নদীতে পানির চাপ বাড়লে ভাঙতে থাকে বাঁধটি। অল্প সময়ের মধ্যে প্রায় ৩০ মিটার বাঁধ ভেঙে পুরো এলাকা তলিয়ে যায়।এতে করে গোবিন্দকাটি, চাকুন্দিয়া, বরাতিয়া, মঠবাড়ি ও কুলবাড়িয়াসহ আশপাশের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়।আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের নিজ উদ্যোগে স্থানীয় কয়েকশ’ মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে বৃহস্পতিবারে বাঁধ পুনর্নির্মাণ করেন। কিন্তু শুক্রবার রাতে আবারও জোয়ারের অতিরিক্ত পানির চাপে বাঁধটি ভেঙে প্লাবিত হয় নতুন নতুন এলাকা।বর্তমানে চারিদিকে থৈ থৈ করছে পানি, ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের, তলিয়ে গেছে স্কুল, মসজিদ, মন্দির, হাটবাজার, বসতবাড়ি, নষ্ট হয়েছে শীতকালীন সবজিসহ সেনালি ধানের ক্ষেত। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার ঊর্ধ্বে। এ অঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ পৌঁছেছে চরম পর্যায়ে।দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে, এমনটাই বলছেন স্থানীয়রা।