স্বৈরাচার শেখ হাসিনা ভেবেছিল চিরদিন ক্ষমতায় থাকবে: মঈন খান
নরসিংদী প্রতিনিধি: স্বৈরাচার শেখ হাসিনা ভেবে ছিল চিরদিন ক্ষমতায় থাকবে। তাই তারা বিএনপির নেতাকমীর্দের বিরুদ্ধে বিগত ১৫ বছর যাবত গায়েবি ও মিথ্যা মামলা দিয়ে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল। বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার রিরুদ্ধে বিদ্রোহ করে নরসিংদী কারাগার ভেঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শরিক হয়েছিল। সারা দেশে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা আন্দোলনে শরিক হয়ে সেই স্বৈরাচারকে বিদায় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।২ নভেম্বর শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার বেলাব ঈদগাহ মাঠে আমদিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মরহুম এরমান হোসেন ভূঁইয়ার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।আমদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মাহবুব আলম সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন, বিএনপি নেতা সারয়ার মৃধা, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া, মোফাচ্ছেল হোসেন, মোয়াজ্জেম হোসেন মিঠু, মওদুদ আহমেদ প্রমুখ।সভায় ড. আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের অত্যাচার, নির্যাতন, জুলুমের হাত থেকে দেশবাসীকে রক্ষার জন্য ছাত্রজনতা জেগে উঠেছিল। তাদের জন্যই আজকে নতুন করে এদেশের মানুষ স্বাধীন বাংলাদেশে বসবাস করছে। আজ মানুষের মনে কোনো ভয় নাই।