স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে আওয়ামী লীগ: সাঈদ খোকন
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।২৯ জুন শনিবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক আলোচনা সভায় সাঈদ খোকন এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেন, নেত্রী আমাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আহবান জানিয়েছেন। ইনশাআল্লাহ প্রতিটি কর্মী জীবন দিয়ে এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে।তিনি আরও বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের মধ্য দিয়ে আমরা নেত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। আজকের দিনে এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের শপথ।সমাবেশের আগে মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে পুরান ঢাকার বংশাল থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।