উত্তরাতে ফেইথ ওভারসীজের আয়োজনে সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষামেলা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ফেইথ ওভারসীজ লিমিটেড আয়োজন করেছে Faith International Education & Career Expo-2025। ১১ জানুয়ারি শনিবার উত্তরা লেডিস ক্লাবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিশেষ শিক্ষা মেলার আয়োজন করা হয়।এক্সপোতে অংশগ্রহণকারীগণ ব্যাচেলর, মাস্টার্স, ডিপ্লোমা, ফাউন্ডেশন এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্য জানতে পারছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ ছিল।এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য থাকছে একাধিক বিশেষ সুবিধা। এর মধ্যে রয়েছে ৫,০০০ টাকার গিফট ভাউচার, ফ্রি স্পোকেন ইংলিশ অনলাইন কোর্স, র্যাফেল ড্রতে পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার, ১ লক্ষ ডলার পর্যন্ত স্টাডি লোন এবং ১০ কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আগ্রহীরা স্কলারশিপ ও ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে পারবেন। শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি হবে একটি অনন্য সুযোগ। এই এক্সপোতে অংশগ্রহণ করে তারা তাদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।এ সময় উপস্থিত ছিলেন ফেইথ ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুজ্জামান, চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া, ডিরেক্টর অ্যাডমিন জর্জ মিথুন রায় ও ডিরেক্টর মার্কেটিং মো. কামরুল হাসানসহ অনেকেই।