নোয়াখালীতে শহিদ জিয়া স্মৃতি সংসদ অফিসের শুভ উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগন্জ উপজেলার বেগমগন্জ ইউনিয়নে শহিদ জিয়া স্মৃতি সংসদের মুজাহিদপুর গ্রামে অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোসলেহ উদ্দিন ইকবাল।১০ জানুয়ারি শুক্রবার মুজাহিদপুর বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক হাজারীর সঞ্চালনায় উপদেষ্টা নুরুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হোসেন রুবেলসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এর আগে ফিতা কেটে, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শহিদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন ঘোষণা করেন নেতৃবৃন্দ।