কালিয়াকৈরে ওষুধ কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, প্রতি মাসে ৫ তারিখে বেতন, ওভার টাইম পরিশোধসহ বিভিন্ন দাবিতে সফিপুর বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকরা।উপজেলার কারলসুরিচালা জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা ২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে ১৬ দফা দাবিতে কর্ম বিরতি দিয়ে কারখানার ভিতর বিক্ষোভ শুরু করে।একপর্যায়ে আন্দোলনকারীরা কারখানা থেকে বাইরে এসে সফিপুর বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের কারলসুরিচালা এলাকায় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।একপর্যায়ে কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা চলে গেলে টানা দুই ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবিগুলো পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সুফল পান নাই।পরে কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা শুরু করার জন্য সড়ক থেকে আন্দোলনকারীদের কারখানার ভিতরে নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে কারখানার সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।