ইথিওপিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ২২৯
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইথিওপিয়ায় ভূমিধসে অন্তত ২২৯ জন নিহত হয়েছেন। রবিবার ও সোমবার দুটি পৃথক ভূমিধসে এই ঘটনা ঘটেছে। হতাহতের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।২৪ জুলাই মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ভারি বৃষ্টির পরে রবিবার রাতে দক্ষিণ ইথিওপিয়ার আঞ্চলিক রাজ্যের গোফা এলাকায় প্রথম ভূমিধসে অনেক মানুষ চাপা পড়ে। এর পরদিন সোমবার সকালে দ্বিতীয় ভূমিধসের ঘটনাটি ঘটে।উদ্ধার অভিযান নিয়ে ফোনে রয়টার্সকে গোফা এলাকার জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থার প্রধান মার্কোস মেলিসে বলেছেন, ‘আমি জানি না এটি কখন বন্ধ হবে। আমরা এখনও মৃতদেহ উদ্ধার করছি। এখনও খনন কাজ চলছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সোমবার অন্তত ৫০ জন মারা যাওয়ার কথা জানিয়েছিলেন। নিহতদের মধ্যে শিশু ও পুলিশ কর্মকর্তা রয়েছে বলেও জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় প্রশাসনের প্রকাশিত ভিডিও ফুটেজে মানুষদের বেলচা ও খালি হাতে মাটি খনন করে মৃতদেহ উদ্ধার করতে দেখা গেছে।এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। দুর্যোগের প্রভাব কমাতে ফেডারেল কর্মকর্তাদের মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। গোফা জেলা প্রশাসক মিসিকির মিতিকু বলেন, ‘উদ্ধার করতে আসা মানুষজনও আটকে পড়ায় মৃতের সংখ্যা বেড়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা।