• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:১১:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:১১:২৬ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে নারীকে হত্যা চেষ্টার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার মিতালী ক্লাব এলাকায় এক নারীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।১৫ জানুয়ারি বুধবার বিকেলে ভুক্তভোগী মোছা. শাহানাজ বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগসূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টায় পূর্ব শত্রুতার জের ধরে মিতালী ক্লাব এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে জুয়েল ইসলাম এবং তার স্ত্রী শাহানাজ বেগমকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে হঠাৎ করেই তাকে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করায় জুয়েল ধারালো অস্ত্র (বটি) দিয়ে তাকে কোপানোর চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।অভিযুক্ত জুয়েল ইসলামের স্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি।কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) এবং তদন্ত কর্মকর্তা মো. তাইম এশিয়ান টেলিভিশনকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের কপিটি থানায় জমা হয়েছে। সেটি আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।