• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৩:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৩:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ হাঙ্গরের শুটকি জব্দ

পাথরঘাটা (প্রতিনিধি) বরগুনা: বরগুনার পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ হাঙ্গরের শুটকি জব্দ করেছে কোস্টগার্ড ।২০ আগস্ট রোববার দুপুর ১২ টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের পাথরঘাটা খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড । অভিযানে ঐ এলাকার একটি শুটকি পল্লী থেকে প্রায় ২০,০০০  কেজি (৫০০ মন) নিষিদ্ধ হাঙ্গর মাছের শুটকি  জব্দ করা হয়। জব্দ করা হাঙ্গরের শুটকি আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মোহাম্মদ মাসুদুর রহমান মোড়ল বলেন, অবৈধ হাঙ্গর মাছের শুটকি উদ্ধারের সময় এর প্রকৃত মালিককে পাওয়া যায় নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হাঙ্গর মাছের শুটকি পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা মো. মহিবুর রহমানের উপস্থিতিতে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে এগুলো মাটিতে পুতে বিনষ্ট করা হয়।