• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:৩০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:৩০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

হাতিয়া প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি: আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।১০ জানুয়ারি শুক্রবার প্রেসক্লাবের ভবনে এই নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়।শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া নির্বাচনে ১১ পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নতুন কমিটিতে নির্বাচিতরা হলেন সভাপতি মো. ফিরোজ উদ্দিন, সহ-সভাপতি আমির হামজা, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জি এম ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কেফায়েতুল্লাহ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তছলিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্যাশিয়ার আক্তার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নির্বাহী সদস্য জাকির হোসেন, হানিফ উদ্দিন সাকিব, মো. ছাইফুল ইসলাম।দীর্ঘদিন যাবত হাতিয়া প্রেসক্লাবের এভাবে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়নি। যার কারণে এবারের নির্বাচন বেশ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আফম শামছুদ্দিন ও মাওলানা আরিফুল। এই নির্বাচনে ভোট গ্রহণ কার্যক্রম দেখতে আসেন নৌবাহিনীর কর্মকর্তা, হাতিয়া থানার ওসি মো. আজমল হুদা প্রমুখ।