• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৪:১৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩৪:১৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

গাজায় নতুন করে সংঘাত এড়ানোর ডাক জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।হামাস ইসরায়েলি জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর মঙ্গলবার এক বিবৃতিতে গুতেরেস বলেন, “আমরা যে কোনও মূল্যে গাজায় সংঘাত আবার শুরু হওয়া ঠেকাতে চাই। কারণ, সংঘাত এক বিশাল ট্র্যাজেডির দিকে নিয়ে যেতে পারে।”ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে সোমবার হামাস জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল। এতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।গুতেরেস বলেন, “দুই পক্ষকে অবশ্যই যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলতে হবে এবং দোহায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় ফিরে যেতে হবে।”গত তিন সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের শনিবারেই আরও ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার কথা ছিল।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসকে শনিবার দুপুরের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। তা না হলে তিনি ইসরায়েলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করতে বলবেন।তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, ট্রাম্পের মনে রাখা উচিত, ইসরায়েলি জিম্মিদের বাড়ি ফেরানোর একমাত্র উপায় যুদ্ধবিরতিকে সম্মান দেখানো।