• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০২:৪০:১১ (06-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০২:৪০:১১ (06-Feb-2025)
  • - ৩৩° সে:

হা-মীম গ্রুপের দুটি গাড়ি উপহার পেলন শিল্প পুলিশ

স্টাফ রিপোর্টার সাভার: সাভারের আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সক্ষমতা বাড়াতে পুলিশের দুটি পিকাপ ভ্যান উপহার দিয়েছেন হা-মীম গ্রুপ।৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পোশাক কারখানাটির সামনে এ গাড়ি দুটি হস্তান্তর করা হয়।আশুলিয়া জোনের সিনিয়র নির্বাহী পরিচালক ব্রি. জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন (অব.) ও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো.মোমিনুল ইসলামের কাছে হা-মীম গ্রুপের এমডি একে আজাদ গাড়ি দুটি হস্তান্তর করেন।আশুলিয়া জোনের সিনিয়র নির্বাহী পরিচালক ব্রি. জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন (অব.) জানান, দ্রুততার সাথে ফ্যাক্টরিতে ফোর্স প্রেরণ এবং টহল কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক বাহন না থাকায় হা-মীম গ্রুপের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর এ.কে. আজাদের উদ্যোগে ২টি ১০০% রিকন্ডিশন্ড টাউন এস পিকআপ ২০১৯ সালে (টয়োটা ভ্যান) ক্রয় করা হয়। পিকআপ দুইটি শিল্প পুলিশ-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে।এ সময় আরও উপস্থিত ছিলেন- জোনের নির্বাহী পরিচালক কর্নেল এম.এন. কবির (অব.),নির্বাহী পরিচালক লে. কর্নেল মো.আকতারুজ্জামান (অব.), নির্বাহী পরিচালক মেজর মো.আওরঙ্গজেব (অব.), নির্বাহী পরিচালক মেজর মো.আনিসুজ্জামান আনিস (অব.), জেনারেল ম্যানেজার মো.মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার মো.কাজী রাফিউদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার মো.লোকমান হোসেন, জেনারেল ম্যানেজার মো.বেলাল হোসেন, জেনারেল ম্যানেজার মো.শাহ্ আলম, সহকারী জেনারেল ম্যানেজার কাজী জাহিদুল ইসলাম প্রমুখ।