• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৩:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:০৩:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

আমাদের একটাই পরিচয় বিএনপির লোক: মনিরুল হক চৌধুরি

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরি বলেন, নাঙ্গলকোটে প্রায় ৯০ শতাংশ মানুষই বিএনপির সমর্থক। তবুও একক নেতৃত্ব কায়েম করতে পারিনি। আগামীতে একটাই পরিচয় আমরা সবাই বিএনপির লোক।২৮ আগস্ট বুধবার বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে নাঙ্গলকোট সদরের বটতলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।বিএনপি নেতা মনিরুল হক চৌধুরি বলেন, এখানে বিভিন্ন গ্রুপের কর্মীরা বিএনপি করে না, তারা বিএনপির পরিচয় না দিয়ে ভূঁইয়ার লোক পরিচয় দেয়, ভূঁইয়ার দল করে। আগামীতে বিএনপির নেতৃত্বে ক্ষমতায় আসতে হলে সকলে একসাথে আমার নেত্রী খালেদা জিয়ার রাজনীতি করুন।নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস নিয়ে ১৭ বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে আবার নাঙ্গলকোট ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু করার বিষয়ে তিনি উপস্থিত নেতাকর্মীকে প্রতিশ্রুতি দেন।বিএনপির উন্নয়নের কর্মপরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, যতদিন পর্যন্ত নাঙ্গলকোটের ওপর দিয়ে হাইওয়ে রোড না হবে, ততদিন পর্যন্ত এখানে উন্নয়ন দেখবেন না। কুমিল্লা শহরের রাজগঞ্জ থেকে নাঙ্গলকোট-নোয়াখালী কানেকটিং হাইওয়ের কাজ আগামী ৯০ দিনের মধ্যে শুরু না করলে আপনাদের সঙ্গে নিয়ে রাস্তায় বসে যাব আমি।সাবেক হুইপ মনিরুল হক চৌধুরি বলেন, আমি বলে গেলাম দুঃসময়ে নাঙ্গলকোটবাসী আমার সঙ্গে ছিল, আমার বাকি জীবন আপনাদের জন্য উৎসর্গ করে দিলাম। আগামী ৩১ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির নাঙ্গলকোটে বানভাসি মানুষ দেখতে আসবেন বলে জানান তিনি।পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহম্মদ ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।