হুমায়রা হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফি গ্রেফতার
বিনোদন প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় জড়িতের অভিযোগে তার বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে গ্রেফতার করেছে র্যাব। ৩ নভেম্বর শুক্রবার দুপুরে র্যাব হেডকোয়াটারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে হিমুর মৃত্যু হয়। শুক্রবার জুমা বাদ হোমায়রা হিমুকে লক্ষ্মীপুরে দাফন করা হবে।এ ঘটনায় অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেছেন, অভিনয়শিল্পী হুমায়রা হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে চ্যানেল আই চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। পরে লক্ষ্মীপুরে তার মায়ের কবরের পাশে হিমুকে সমাহিত করা হবে।আরও পড়ুন: হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুনাটকে অভিনয়ে শুরুর দিকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তাঁর অভিনয় দর্শকের মধ্যে ব্যপক সাড়া ফেলে। হিমু অভিনয় করেছেন- সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না, কমেডি-৪২০, চাপাবাজ, অ্যাকশান গোয়েন্দা, ছায়াবিবি, এক কাপ চা, এ কেমন প্রতিদান, হুলো বিড়াল, ছন্নছাড়া ৪২০, অ্যাম্বুলেন্স ডাক্তার, পাগলা প্রেমিকসহ অসংখ্য দর্শকপ্রিয় নাটকে।অভিনয় করেছেন সিনেমাতেও। ২০১১ সালে আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে হিমুর চলচ্চিত্রে অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেছেন তরু আপা চরিত্রে। সিনেমায়ও তিনি দারুণ প্রশংসা কুড়ান।