নওগাঁয় গণহত্যা দিবস পালন
নওগাঁ প্রতিনিধি: আলোচনা ও স্মৃতিচারণের মধ্যদিয়ে নওগাঁয় ২৫মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে।দিবস উপলক্ষ্যে ২৫মার্চ মঙ্গলবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। একই ভাবে জেলার ১১টি উপজেলাতেও গণহত্যা দিবস নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়।এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন বর্তমান ও আগামী প্রজন্মের নিকট গণহত্যা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বিভিন্ন সরকারের শাসনামলে এই ইতিহাসগুলোকে বিকৃত করে নিজেদের মতো করে তুলে ধরা হয়েছে। যার কারণে আমরা সঠিক ঘটনা কখনোই জানতে পারিনি। এবার সময় এসেছে দেশের প্রতিটি ঘটনা ও ইতিহাসকে সঠিক ভাবে নতুন করে জানার। তাই দেশের প্রতিটি মানুষের কাছে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সংশ্লিষ্টদের ভ’মিকা রাখার কোন বিকল্প নেই।তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে সঠিক তথ্যগুলো পৌছে দেওয়া সংশ্লিষ্ট প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন। এসময় তিনি ১৯৭১সালের ভয়াল ২৫মার্চ কালো রাতে কতজন মানুষকে হত্যা করা হয়েছে, কতজন মা-বোনরা সম্ভ্রম হারিয়েছেন তার একটি সংখ্যা তুলে ধরেন।