• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ০৬:২৭:৪৮ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ০৬:২৭:৪৮ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত হয়েছে।২৬ মার্চ বুধবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী ভাবে নির্মিত স্মৃতিসৌধে স্ব-স্ব দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমুখ।  এছাড়াও শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ঘোড়াঘাট জোনাল অফিসসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা।  পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শিশুদের চিত্রাঙ্কন, রচনা, আবৃতি প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।