• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৪:৪৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৪:৪৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোণায় ২৩-২৪ অর্থবছরে অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচি ( ইজিপিপি) ২য় পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে।২০ এপ্রিল শনিবার সকালে জেলা সদরের মৌগাতী ইউনিয়নের পূর্বডহর গ্রামে কর্মসূচির আয়োজন করে উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রকল্পের ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ অন্যরা।উল্লেখ্য, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক সংষ্কারে ৯৬ জন অতিদরিদ্র উপকারভোগী ব্যক্তি অংশ নিবেন। তারা সর্বমোট ৩৩ দিনে এ কর্মসূচি বাস্তবায়ন করবেন।