• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৮:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৮:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

মধুপুরে অটিস্টিক বিদ্যালয়ে অটোবাইক বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অটোবাইক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ২৯ জুলাই সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ অটোবাইক বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. জুবায়ের হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়াকুব আলী। এ সময় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন,  উপজেলা ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সাগর,  মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, সুইড বাংলাদেশ মধুপুর শাখার নির্বাহী সচিব আকতার হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের সাথে ভালো আচরণ ও ব্যবহারের মাধ্যমে অনেকটা সুস্থ করা সম্ভব। এ জন্য তাদেরকে এগিয়ে নিতে হবে। এসময় প্রতিবন্ধী শিশুদের প্রতি সকলের সদয় হওয়ার আহবান জানানো হয়। শিশুদের যাতায়াতের জন্য অটোবাইক অনেকটা কাজে লাগবে এবং সহজেই তারা বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে। এ সময় বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অটোবাইক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সুইড বাংলাদেশ মধুপুর শাখার সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।