• ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫১:৪৩ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫১:৪৩ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অটোরিক্সা চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার যুবক

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ অটোরিক্সা চুরি করতে গিয়ে স্থানীয় জনতার কাছে ধরা পরে গণধোলাইয়ের শিকার শাহিন নামের এক যুবক।১৮ এপ্রিল শুক্রবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।শাহিন সিরাজগঞ্জের দত্তপাড়া গ্রামের মো. খলিল মিয়ার ছেলে। তাকে আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার সাথে থাকা আরও দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়।এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক এস আই সারোয়ার জানান, অটোরিক্সা চোর শাহিনকে মুমূর্ষু অবস্থায় মোরগাপাড়া চৌরাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।