• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৩:১৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৩:১৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

বাগেরহাটে রাসেল বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুরের হত্যা মামলার আসামি রাসেল বাহিনীর অত্যাচারের হাত থেকে বাঁচতে ভুক্তভোগী এলাকাবাসী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলাকাবাসী।আলীপুর গ্রামের মো. মোজাহের মোল্লার ছেলে মো. রফিকুল মোল্লা বলেন, আওয়ামী লীগ কর্মী রাসেল বাহিনী ৬ তারিখ থেকে এলাকার প্রতিবন্ধী রফিকুলসহ একাধিক বাড়ি ভাঙচুর, গবাদি পশু, ঘের লুট, চাঁদাবাজি ও সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার বিচার চাচ্ছি। এ সময় তিনি তার পিতার হত্যার বিচারের দাবি জানান।রফিকুল মোল্লা বলেন আরও বলেন, রাসেল শেখ, তুহিন শেখ, ইসমাইল শেখ, লোকছার শেখ, কামরুল শেখ, মিজান শেখ, তৌহিদ শেখসহ অনেকে আমার বাবার হত্যা মামলার সাক্ষীগণের এবং নিরীহ অসহায় দরিদ্র, লোকের গরু ছাগল, হাসমুরগি, ঘেরের মাছ, তরি তরকারি এবং ৪টি গাড়িসহ ফ্রিজ খাট পালং ঘরের আসবাবপত্র নিয়ে যায়। এসব লুটপাট ও অত্যাচারের বিচার হতে হবে।এছাড়া আলিপুর গ্রামের পুলিশ কর্মকর্তা মো. শহিদুল ইসলামের পরিবারও এই বাহিনীর অত্যাচার থেকে রেহাই পায়নি। তাছাড়া আমার পরিবারসহ প্রায় অর্ধশতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। এসবের সুরাহা না হলে এলাকাবাসী তাদের জান মালের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।এ ব্যাপারে রাসেল শেখ জানান, ৫ তারিখের পরে এলাকার কোথাও কোনো লুটপাট ঘের দখল হয় নাই। দুই একটা দোকান পাট ভাঙচুর হয়েছে। এছাড়া আমার আর কিছু জানা নেই। এসব আমার নামে মিথ্যা প্রচারণা ছড়ানো হচ্ছে। এগুলো প্রতিপক্ষের ষড়যন্ত্র বলেও ক্লিয়ার কাট জানিয়ে দেন তিনি।