• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ভালুকায় অবৈধ চারটি করাতকল উচ্ছেদ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের কাঠালী ও কাশর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চারটি করাত কলের মেইনবডিসহ উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়েছে।বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ করাতকল উচ্ছেদ করে স্থানীয় বনবিভাগ।উপজেলার কাশর থেকে সদ্য স্থাপন করা আলাল উদ্দিনের করাত কলের মেইনবডি (গাছ) জব্দ, কাঠালী থেকে ফারুক মেম্বারসহ ৪টি করাত কলের সেলু মেশিন, বৈদ্যুতিক মটর, চাকা, করাত, প্লেইট, বেল্টসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।ভালুকা রেঞ্জকর্মকর্তা মো. হারুন-উর রশীদ খান বলেন, ‘আমরা চারটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছি। অভিযানের সময় করাতকলগুলোতে ব্যবহৃত মালামালও জব্দ করেছি এবং এসব করাতকলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।হবিরবাড়ী বিট অফিসার মো. আশরাফুল আলম খান বলেন, ‘বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদের নির্দেশনায় ভালুকা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়েছে।’