• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রায়পুরায় তিনটি ড্রেজারকে ১৯ লাখ টাকা জরিমানা, তিনজনের কারাদণ্ড

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর চর মধুয়া ইউনিয়নের সীমানায় এসে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দসহ তিনজনকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।২৯ অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  এ সময় পৃথকভাবে এশিয়া ড্রেজারকে ৫ লাখ টাকা জরিমানাসহ রিয়াজুল নামে একজনকে এক মাসের কারাদণ্ড, প্লাবন ড্রেজারের ৭ লাখ টাকা জরিমানাসহ সাইফুল নামে একজনকে এক মাসের কারাদণ্ড এবং রিয়া সুপার নামে অপর একটি ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ মেহেদী নামে একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা করা।এ রকম ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম।