সাভারে অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।৯ মার্চ রোববার সকালে আয়াতুস সিয়ামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।৮ মার্চ শনিবার দিবাগত রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই ছাত্রীর (১৭) মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।অভিযুক্ত আয়াতুস সিয়াম সাভার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার হামিদুল হক সুমনের ছেলে।এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়ামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের মোবাইল ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, ওই ছাত্রীকে রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।