• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৮:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৮:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গুলশান ক্লাব অলিম্পিয়াড শুরু ২১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন সামজিক ক্লাবের অংশগ্রহণে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড। ঢাকা ব্যাংকের সহযোগিতায় আগামী ২১ নভেম্বর শুরু হবে ‘গুলশান ক্লাব অলিম্পিয়াড-২০২৪’। আন্তঃক্লাব স্পোর্টস কার্নিভালটি শেষ হবে ২৮ নভেম্বর।প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে সামাজিক ক্লাবগুলোর তরুণ-প্রবীণসহ সকল সদস্যের মাঝে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও আন্তরিক সৌহার্দ্য গড়ে তোলার উদ্দেশেই এই আয়োজন।সম্প্রতি গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে গুলশান ক্লাবের সভাপতি আনোয়ার রশীদ এবং অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আনোয়ার রশীদ ও মিনহাজ কামাল খান গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৪-এর অফিসিয়াল জার্সি উন্মোচন করেন। এ সময় সকল ক্রীড়া ইভেন্টের ফিক্সচারও প্রকাশ করা হয়।গুলশান ক্লাবের সভাপতি আনোয়ার রশীদ গুলশান ক্লাবকে খেলাধুলার মাধ্যমে ঐক্য ও সহযোগিতার প্রচারকারী একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সবার সামনে তুলে ধরেন। তিনি সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের চেতনা গড়ে তোলা, প্রজন্ম ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন করা অলিম্পিয়াডের লক্ষ্যও বর্ণনা করেন।সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খান। তিনি বলেন, এ বছরের অলিম্পিয়াডে ১৪টি খেলার ইভেন্টে ১৮টি দল অংশ নেবে। অলিম্পিয়াডে ১৬টি ক্লাবের প্রতিনিধিত্বকারী ৬৫০ জনের বেশি প্রতিযোগীর অংশগ্রহণ করবেন।তিনি বলেন, সবার সহযোগিতামূলক প্রচেষ্টা এবং ব্যাপক পরিকল্পনার ফলে চতুর্থবারের মতো অলিম্পিয়াড আয়োজন করা সম্ভব হচ্ছে।  আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুবুল হক সুফিয়ানী (ডিরেক্টর ইনচার্জ অফ স্পোর্টস, জিসিএল), মেহেদী হাসান (ভেন্যু পার্টনার গুলশান ইয়ুথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট) এবং উপদেষ্টা সাফিউস সামি আলমগীর (ডিরেক্টর অ্যাডমিন, জিসিএল) এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহজাবীন ভূঁইয়া (ডিরেক্টর ফাইন্যান্স, জিসিএল), ইশতিয়াক আবেদিন, শফিকুল ইসলাম সরকার, আজিজ আল-মাসুদসহ অংশগ্রহণকারী সকল ক্লাবের প্রতিনিধি এবং ক্রীড়া আহ্বায়করা।এই বছর অলিম্পিয়াডের গ্র্যান্ড অংশগ্রহণকারীরা হচ্ছে- আমেরিকান ক্লাব, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেড, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, চিটাগাং ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড, গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাব লিমিটেড, খুলনা ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড এবং উত্তরা ক্লাব লিমিটেড।এবারের অলিম্পিয়াডের ইভেন্টগুলো হচ্ছে- টেনিস, ক্রিকেট, ফুটবল, স্কোয়াশ, ব্যাডমিন্টন, সাঁতার, স্নুকার, পুল, গলফ, টেবিল টেনিস, বাস্কেটবল, দাবা, আর্ম রেসলিং এবং স্ব স্ব ক্লাবের পক্ষে কুইজ।গুলশান ইয়ুথ ক্লাব ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং ফুটবলের মতো গুরুত্বপূর্ণ খেলার সুবিধা প্রদান করে ভেন্যু হোস্ট হিসেবে অংশীদারিত্ব করছে।এই বছর অলিম্পিয়াডটি ঢাকা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাইম ব্যাংক, বাটারফ্লাই বাংলাদেশ এবং তুরাগ অ্যাক্টিভ ও ব্রুভানা থাকছে হাইড্রেশন পার্টনার হিসেবে। ইভেন্টে ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টিভি, চ্যানেল-আই, আনন্দ টিভি এবং টি-স্পোর্টস।গুলশান ক্লাব অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান ২১ নভেম্বর বৃহস্পতিবার গুলশান ক্লাবের টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডকে জাঁকজমকের সাথে শুরু করার জন্য ইভেন্টে একটি পিওআই শো এবং একটি ফ্ল্যাশ মব ড্যান্স থাকবে। একই স্থানে আগামী ২৮ নভেম্বর গ্র্যান্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অলিম্পিয়াডের সমাপনী হবে।