• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ১১:৫১:১১ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ১১:৫১:১১ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

রাউজানের রঘুনাথ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিমগুজরা কেরানীহাট বনিকপাড়ায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহোৎসব ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ১৩ থেকে ১৫ জানুয়ারি উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষ্যে রঘুনাথ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপী এ মহোৎসবের আয়োজন করা হয়।ভোরে রঘুনাথ সম্প্রদায়ের নগর জাগরনী কীর্তন এবং শ্রীশ্রী রঘুনাথ ঠাকুর সনাতন বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অধিবাস কীর্তন পরিচালনা করেন অধ্যাপক রাজীব বিশ্বাস ও তার দল। এতে পৌরোহিত্য কার্যক্রম পরিচালনা করেন মিরসরাই শ্রী শ্রী রাধামাধক জিউ আশ্রমের শ্রী যশোনান্দ দাস।রঘুনাথ মন্দিরের পরিচালনা পরিষদের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক ও মন্দির কমিটির উপদেষ্টা সাবেক ব্যাংক কর্মকর্তা মৃদুল পারিয়াল সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক সিদুল ধর, মন্দির পরিচালনা কমিটির বর্তমান সভাপতি অপু ধর, সাধারণ সম্পাদক পিন্টু ধর, অর্থ সম্পাদক সজল ঘোষ, মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি সনজিত ধর বাপ্পু, সাধারণ সম্পাদক শ্রী অজিত ধর ও অর্থ সম্পাদক শ্রী বিজয় ধর সনেট প্রমুখ।মহোৎসব উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন । সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহোৎসব উপলক্ষ্যে উৎসব অঙ্গনের চারিপাশে বিশাল মেলা বসে । তিন দিনব্যাপী এই ধর্মানুষ্ঠানে নামাঞ্জলি অর্পণ করেন বেদবীনা সম্প্রদায়, জয়রাম সম্প্রদায়, প্রভু দয়ালকৃষ্ণ সম্প্রদায় ও নব বেদবাণী সম্প্রদায়।