• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের টি-টোয়েন্টি আসরের সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। অজিরা টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।খেলার প্রথম ওভারেই মিশেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। লিটন দাস ধীর গতিতে ২৫ বল খেললেও আউট হয়েছে ১৬ রানে।অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে করেছেন ৪১ রান। তবে মাঠে চারে নামা রিশাদ সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন এ খেলোয়ার।ফিল্ডে পাঁচ নম্বরে নেমে তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ছয়ে নামা সাকিব আল হাসানের ব্যাটও আজ মোটেই হাসেনি। ১০ বলে করেছেন ৮ রান।এছাড়া তাসকিন আহমেদ নেমে করেছেন ৭ বলে ১৩ রান। আর চলতি আসরে প্রথমবার দলে সুযোগ পাওয়া খেলোয়ার শেখ মেহেদী সাজঘরে ফিরেছেন শূন্য রানে।অজিদের হয়ে প্যাট কামিন্স নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। আর অ্যাডাম জাম্পার শিকার ২। সবমিলিয়ে ২০ ওভারে ৮  উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।