• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩১ রাত ০৩:৩৮:০২ (07-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩১ রাত ০৩:৩৮:০২ (07-Nov-2024)
  • - ৩৩° সে:

অ্যাটকোর সভাপতি পদে সমান ভোট, সম্পাদক হলেন আরিফ হাসান

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।৬ নভেম্বর বুধবার রাজধানীর একটি হোটেলে বেলা ১১টায় অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভায় পরিবর্তিত পরিস্থিতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।পরে দুপুরে অ্যাটকো’র ২০২৪-২৬ মেয়াদে নতুন কার্যনিবার্হী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে পরিচালক পদে ১৫ জন নির্বাচিত হন। পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকরা। এতে সমান ৭টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এজন্য সভাপতি পদের জন্য আবারো ভোটগ্রহণ হবে।এ ছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, সহ-সভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। আর পরিচালক নির্বাচিত হয়েছেন সময় টিভির ডিরেক্টর মো. হাসান।মো. হাসান ছাড়াও অন্য পরিচালকরা হলেন- আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন, অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খাঁন মুকুল, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান ও আব্দুল হক।আগামী তিন বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করবে।