বাগেরহাটে অ্যাডভোকেট নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত অ্যাডভোকেট নয়নের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলার বারুইখালি গ্রামের চার রাস্তার মোড় এলাকায় কয়েকশ গ্রামবাসী নয়ন হত্যার সাথে জড়িত একই গ্রামের রাকিব খান, মাহাতাব হাওলাদার, জাকির হাওলাদার, রিপন খান, ফেরদৌস হাওলাদার, সজীব হাওলাদার, শামিম হাওলাদার ও মইন শেখসহ তাদের সন্ত্রাসী বাহিনীর গ্রেফতার ও বিচার দাবি করেন।এ সময় মানববন্ধনে রাকিব খান ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার এলাকার একাধিক ব্যক্তি, নিহত নয়নের মা, ভাইসহ স্থানীয় মো. কামাল হোসেন শেখ, রিপন শেখ, মো. নজরুল ইসলাম শেখ, কাকলি বেগম, নুরুল হাওলাদার, রহিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে ৫ আগস্ট দুপুর ২টার দিকে অ্যাড. নয়নকে তার নিজ এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মানববন্ধনে নিহত নয়নের মা মর্জিনা বেগম কান্না জড়িত কণ্ঠে তার ছেলের হত্যাকারীদের ফাঁসি ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কান্নায় তার মুখ দিয়ে কথা আসছিল না।এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাসীন হোসেন জানান, অ্যাড. নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা তদন্তাধীন রয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে।