ডুমুরিয়ায় কলেজ শিক্ষকের বাসা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলায় কলেজ ও ইউনিয়ন বিবাহ রেজিস্ট্রার কাজী মাওলানা মনিরুল হকের বাসা থেকে একটি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) উদ্ধার করেছে পুলিশ।১১ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রোস্তমপুর গ্রামে তার নিজ বাড়ির পরিত্যক্ত রান্নাঘরের চুলার মধ্যে ৩ ফুট মাটির গভীর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মনিরুল হক।অভিযুক্ত মো. মনিরুল হক ওই গ্রামের মৃত মাওলনা মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক ও স্থানীয় ইউনিয়ন বিবাহ রেজিস্ট্রার কাজী।এ বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন রোস্তমপুর এলাকায় মনিরুল হকের পরিত্যক্ত রান্নাঘরের চুলা থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে মনিরুল হককে প্রধান আসামি করে মামলা দায়ের প্রক্রিয়াধীন। অভিযুক্ত মনিরুল হককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।