• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৪৫:০৩ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১০:৪৫:০৩ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে দুই শিশুসন্তানকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।১৬ নভেম্বর শনিবার পল্লবীর হাজিরটেক এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পারিবারিক কলহের জেরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ দুটি মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।