গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় রায়পুরায় আনন্দ মিছিল
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেট হামলার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় নরসিংদীর রায়পুরায় আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে।৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পলাশতলী ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের ব্যানারে এ আনন্দ মিছিল অনুষ্টিত হয়।এ সময় আনন্দ মিছিলটি পলাশতলী বাজার চত্বর থেকে বের হয়ে কয়েকটি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন পলাশতলী ইউনিয়ন বিএনপর সাবেক সভাপতি মো. ফজলুর রহমান সরকার, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নূরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলফাজ উদ্দিন মিঠু, জেলা যুবদলের সহ-সম্পাদক মো. মেমেন মিয়া, বিএনপির নেতা মো. কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামন জিসান, উপজেলা কুষক দলেন সাইফুউদ্দিন ভূইয়া মাসুম, উপজেলা যুবদলের সদস্য রুবেল মিয়া, জসিম মিয়া, মোশারফ হোসেন, বিএনপির নেতা মামুন ভুইয়া, তোফাজ্জল হোসেন, সোহেল মিয়া মোহাম্মদ আলী, লিটন মিয়া, আব্দুল হামিদ, আব্দুস সালাম মিয়াসহ অনেকে।