• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১৩:১৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:১৩:১৭ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

সাতক্ষীরা বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।৫ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহরের কামালনগর এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, পৌর বিএনপির আহবায়ক শের আলীসহ অন্যরা।বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমান আমাদের উপর আস্থা রেখেছেন। সেই আস্থা রক্ষায় আমরা কাজ করবো। এছাড়া জনগণ যাতে বিএনপিতে আস্থা রাখে তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।