• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৭:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

পীরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি/এপিসি আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার পীরগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কার্যলয়ের আয়োজনে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার সহকারি জেলা কমান্ড্যান্ট মো. ফারুক হোসেন, পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হারুন উর রশিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক প্রবীর কুমার রায়,  পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নাহিদ সুলতান। এসময় পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী মাদ্রাসা ও ঈদগাঁহ মাঠে পীরগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত হলে লাইনে দাড়িয়ে তাদের কাগজপত্র বাছাই করা হয়।সহকারি জেলা কম্যান্ড্যান্ট মো. ফারুক হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে কাগজপত্রগুলো যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই শেষে তালিকা তৈরি করে জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হবে। সেখানথেকে পুনরায় যাচাই-বাছাই শেষে পূর্ণঙ্গ তালিকা প্রকাশ করা হবে।