• ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:৫২:০৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:৫২:০৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

পলাশে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস-২০২৪ উপলক্ষ্যে নরসিংদীর পলাশে ‘প্রবীণদের স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পলাশ শাখার বাস্তবায়নে রিকের আইএসআইজিওপি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।রিকের আইএসএইচসির সভাপতি শান্তি রঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।রিকের আইএসআইজিওপি প্রকল্পের সাব-ডিস্টিক কো-অডিনেটর মইনুল হকের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আলম সরকার, রিকের কর্মকর্তা তাসলিমা আহমেদ, জামিউল ইসলাম মন্ডল, মেহেদী হাসান, শারমিন সুলতানা প্রমুখ।আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আইএসআইজিওপি প্রকল্পের আইএসএইচসির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আইএসএইচসির ও স্থানীয় শিল্পীরা সংগীত এবং নাটক পরিবেশন করেন।