জয়পুরহাটে এক তরুণ উদ্যোক্তার আবাসন ভাবনা
জয়পুরহাট প্রতিনিধি: দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে বাড়ছে বসতবাড়ির সংখ্যা। তবে অর্থাভাবে বেশির ভাগ মানুষ নির্মাণ করছেন বড়জোর একতলা পাকাবাড়ি। তাই প্রকট হচ্ছে অধিকাংশ মানুষের আবাসিক সমস্যা। এ ভাবনা থেকে জয়পুরহাট জেলা শহরে প্রথম বারের মতো এক তরুণ উদ্যোক্তা বেসরকারিভাবে শুরু করেছেন বহুতল বিশিষ্ট আবাসিক প্রকল্প।এ উপলক্ষে ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের সরদারপাড়া এলাকায় আবাসন প্রকল্প এআরকেএস বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিঃ এর প্রথম বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ, এআরকেএস বিল্ডার্স এন্ড প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরুণ উদ্যোক্তা রমজান আলী, সহকারী পরিচালক শবনম মোস্তারী, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিটো, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রমুখ।৯ শতাংশ জমির উপড়ে ১০তলা ভবনটি নির্মাণ সম্পন্ন হলে এর ২৭টি ফ্ল্যাটে ২৭টি পরিবার বসবাসের সুযোগ পাবেন বলে জানান উদ্যোক্তা রমজান আলী।