আজ সড়কে জুমার নামাজ পড়বেন তিতুমীরের শিক্ষার্থীরা
তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ৪২ ঘণ্টা যাবত অনশন কর্মসূচি পালন করছে কলেজটির শিক্ষার্থীরা।অনশনরত শিক্ষার্থীরা রাত ৪টায় সড়ক ছেড়ে দিয়ে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন। এতে গুলশান-মহাখালী সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।তারা বলেন, রাজধানীতে রাতে কাঁচামালবাহী গাড়ি প্রবেশ করে। তাই তারা সড়ক ছেড়ে কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়েছে, যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।৩১ জানুয়ারি শুক্রবার সড়কে জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা সড়কেই জুমার নামাজ আদায় করবেন বলে জানিয়েন।অনশনরত শিক্ষার্থীরা জানান, তাদের অনশনের ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন। কিন্তু তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেননি। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।এর আগে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।