• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ রাত ০৯:৪২:২৯ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ রাত ০৯:৪২:২৯ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

আয়না ঘরের ১০ দিনের বর্ণনা দিলেন বক্তা আমির হামজা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা বলতে গিয়ে কুষ্টিয়ার আলোচিত বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমি মাওলানা মামুনুল হকের কাছে ঋণী। ৩ বছর জেলের ভিতর উনি আমার পিছনে অনেক শ্রম দিয়েছেন, আমি জেলের ভিতর ছিলাম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ।মাওলানা আমির হামজা বলেন, আমি নিজে ও আয়না ঘরে দশ দিন বন্দী ছিলাম, আমি দেখেছি ওখানে মানুষকে কি ধরনের নির্যাতন করা হয়। বছরের পর বছর বন্দী ছিল মানুষ ওই আয়না ঘরে, বন্দীদের চুল হাতের নখ এত বড় হয়ে যেত; যে সেই নখ দিয়ে দেয়ালে তাদের স্বজনদের মোবাইল নাম্বার লিখে রেখে, পাশে লিখে দিত যদি কেউ এখান থেকে বের হয়ে যেতে পারেন তবে এই নাম্বারে একটু জানিয়ে দেবেন আমি বেঁচে আছি।৬ জানুয়ারি সোমবার রাত দশটার দিকে মাদারীপুরের শিবচরের দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মোল্লা বাড়ির জামে মসজিদ ও চরকেশবপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি, কুরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকের আলোচনা করেন এবং আগামীতে কুরআনের আইনে দেশ পরিচালনা হাওয়ার প্রত্যাশা রাখেন।হাজী খলিলুর রহমান মোল্লার সার্বিক তত্ত্বাবধানে ও বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আরও বক্তব্য রাখেন প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন আল্লামা হাসান জামিলসহ আরও অনেকে। এ সময় বিভিন্ন বক্তার ধর্মীয় আলোচনা শুনতে সাধারণ মানুষের ঢল নামে।