• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩১ রাত ০২:০৭:০৯ (13-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩১ রাত ০২:০৭:০৯ (13-Feb-2025)
  • - ৩৩° সে:

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে: আরিফুল হক

সুনামগঞ্জ প্রতিনিধি: প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জনগণের ক্ষমতা জণগণের কাছে হস্তান্তর করে দ্রুত নির্বাচনের ব্যাবস্থা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দোসর যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে।অনেক দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের কারণে আজকে দেশের এই অবস্থা। আজকে নিত্যপণ্যের বাজারে গেলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে উঠেন। আওয়ামী লীগের লুটপাটের কারণেই দেশের আজ এই অবস্থা। এছাড়াও আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদি চক্রান্তের অপচেষ্ঠা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে আরো এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ।