• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১১:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১১:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

মেহেরপুরে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়েছে।২৪ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গনে এই প্ল্যান্টের উদ্বোধন করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আর্সেনিক এবং আয়রন মুক্ত পানি পান করে স্থাপনার উদ্বোধন করেন।এ সময় বক্তারা বলেন, আর্সেনিক যুক্ত পানি পান করার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সচেতন হয়ে আর্সেনিকমুক্ত পানি সকলকে পান করতে হবে।