রংপুরে আলুর বাজারে স্বস্তি
রংপুর ব্যুরো: সারাদেশের আলুর দাম ৫০ থেকে ৫৫ টাকা ওঠায় জনগণের নাভিশ্বাস সৃষ্টি হয়েছিলো। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে। ২৩ সেপ্টেম্বর শনিবার রংপুর নগরীর বাজারগুলোতে ঘুরে দেখা যায় আলুর দাম তুলনামুলক কমতে শুরু করেছে। আলু ভেদে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। আগামীতে আরও দাম কমবে বলে ধারনা করা হচ্ছে।অস্থিতিশীল আলুর বাজার নিয়ন্ত্রণে ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আলুর দাম হিমাগারে কেজি প্রতি ২৬-২৭ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেয়। পরবর্তীতে ভোক্তা অধিকার, জেলা প্রশাসন, এনএসআইসহ সংশ্লিষ্ট সকল দফতরের কার্যক্রম এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সহনশীল মনোভাবের কারণে রংপুরের আলুর বাজারে কিছুটা স্বস্তির বাতাস বইছে।২৩ সেপ্টেম্বর রোববার রংপুরের বাজার ঘুরে দেখা যায় খুচরা পর্যায়ে আলু ৩৮-৪২ টাকা দরে বিক্রি করা হচ্ছে যা গত সপ্তাহের তুলনায় ১০-১২ টাকা হ্রাস পেয়েছে। সংশ্লিষ্ট সকলে আশা করছেন আগামী ২-৩ দিনের মধ্যে ভোক্তা পর্যায়ে আলুর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে, এমনটা আশা করছেন সাধারণ ক্রেতারা।