আল আযহার বিশ্ববিদ্যালয়ে সেরা দশে তাওহীদুল ইসলাম
বেড়া (পাবনা) প্রতিনিধি: ইসলামি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়। ইসলামিক জ্ঞানের উপর বিশেষ অধিকারী মেধাসম্পন্ন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরাই সেখানে শিক্ষা অর্জনের সুযোগ পান। সেই সাথে থাকতে হয় অর্থনৈতিক সক্ষমতা। আর এ আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের বড় বড় আলেম ওলামা হিসেবে স্বীকৃতি পান।এরই ধারাবাহিকতায় এবছর ধর্মতত্ত্ব অনুষদের হাদিস ও উলুমুল হাদিস বিভাগ স্নাতক ৪ বছরের সমষ্টিক ফলাফলে বিশ্ববিদ্যালয়টির বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সকল শিক্ষার্থীর মধ্যে সেরা ১০ এর শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ।শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন পাবনা বেড়া উপজেলার নয়াবাড়ি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান মুহাম্মদ তাওহীদুল ইসলাম। তিনি ৪ বছরে সমষ্টিকভাবে গড়ে ৯০% নম্বর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে অবস্থিত আল আযহার ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি সংগঠন। তাওহীদুল ইসলামের এমন অর্জনে গর্বিত পুরো বাংলাদেশ তথা পাবনাবাসী।