• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০৩:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:০৩:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

২০ বছর পর স্ত্রী-কন্যা হত্যা মামলার ছদ্মবেশী আসামি সিরাজুল হক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: জোড়া খুন মামলার মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল হককে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের মামলার সার্বিক দিক নিদের্শনা প্রদান করেন।অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, এবং মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নি.) দিপঙ্কর চন্দ্র দাস ও এএসআই (নি.) প্রকাশ চন্দ্রসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা।মামলা সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ৫০,০০০/- টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল হক ওরফে আব্দুল হকের পিতার নাম জবেদ আলী আকন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার অধিবাসী।খাগড়াছড়ি জেলার গুইমারা থানার হাতিমোরা সাকিন হতে আত্মগোপন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি তার নিজের স্ত্রী নাজমা বেগম ও শিশু কন্যা মিষ্টিকে হত্যা করে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার পর থেকে আসামি পলাতক ছিল।সে নিজের নাম পরিবর্তন করে নতুন ভোটার আইডি কার্ড তৈরি করে দীর্ঘ ২০ বছর খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন ছিলো। অবশেষে মঠিবাড়িয়া থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলেও জানায় পুলিশ।