• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫০:০৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৫০:০৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, আটক ১৭

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ার গজালিয়া এলাকায় পুলিশ আসামিকে গ্রেফতার করার সময় তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুস্কৃতিকারীরা। এসময় তাদের হামলায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।২ এপ্রিল বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বাগেরহাটের কচুয়ায় আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টায় ১৭ জন দুস্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। এসময় স্থানীয় বিএনপি এর সভাপতি টুটুল ও সাধারন সম্পাদক দেলোয়ারের নেতৃত্বে প্রায় ১০০-১৫০ জন দুস্কৃতিকারী পুলিশের উপর হামলা চালায়। হামলায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়।এ ঘটনার সাথে জড়িত আসামি মো. একলাছ শেখ (৩৩), মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্ল্যা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭) সহ মোট ১৭ জনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযান অব্যাহত রয়েছে।