• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:১৪:০৫ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:১৪:০৫ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে সমন্বায়ক পরিচয়ে আসামি ছিনতাই: দুই পুলিশ আহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক পরিচয় দিয়ে পুলিশকে মারধর করে আসিফ (২৫) নামে ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে গ্রেফতারের সময় ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই পিযুষ সরকার ও কনস্টেবল রাজিব সিকদার আহত হয়েছেন।১০ মার্চ সোমবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেগুনবাড়ী ব্রিজের ঢালে জমিদার সিটি এলাকায় কালু বেপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।ঘটনা বিবরণে জানা গেছে, সোমবার রাত সাড়ে এগারোটায় দিকে বেগুনবাড়ি এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই পীযূষ সরকার দুইজন কনস্টেবল নিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি আসিফকে গ্রেফতার করে। এ সময় আসিফের ছোট ভাই মারুফ এসে নিজেকে সমন্বায়ক পরিচয় দিয়ে ওয়ারেন্টের কাগজ দেখতে চাই। পুলিশ ওয়ারেন্টের কাগজ বের করে দেখাতে গেলে মারুফ পুলিশের হাত থেকে ওয়ারেন্টের কাগজ নিয়ে ছিড়ে ফেলে এবং ফোনে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনসহ ২০/২৫ জন লোকজন জড়ো করে।হাতকড়া অবস্থায় আসামি আসিফকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে মারধরে আহত করে। এ ঘটনা এসআই পীযুষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার মিটফোর্ড হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকা থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি আসিফ ও পুলিশের কাজে বাধা দেয়াড় অভিযোগ মারুফ সহ ৫ জনকে আটক করা হয়।কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের কাজে বাধা দেয়াড় অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছিনিয়ে নেয়া আসামি সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।তবে তিনি সমন্বয়ে পরিচয়ে ছিনিয়ে নেয়া হয়েছে বিষয়টি অস্বীকার করে বলেন, আসামির আত্মীয়-স্বজনরা পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়েছে তবে সেখানে সমন্বয় পরিচয় ব্যবহার করা হয়েছে কিনা বিষয়টি আমি নিশ্চিত নই।