• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৩৯:৩৬ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৩৯:৩৬ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে আহলে সুন্নাতের ডাকে বিশাল বিক্ষোভ সমাবেশ

নীলফামারী প্রতিনিধি: ভারতীয় আগ্রাসন, উগ্রতা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাসের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুরের ডাকে ওই বিক্ষোভে সমাবেশ দলে দলে হাজার হাজার মুসলমান অংশগ্রহণ করেন।৬ ডিসেম্বর শুক্রবার শহরের জিআরপি চত্বর থেকে শুরু হওয়া ওই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর  আগে ওই বিক্ষোভ মিছিলে যোগ দান করতে শহরের বিভিন্ন মসজিদ থেকে জুমা নামাজের পর খণ্ড খণ্ড মিছিল করে সর্বস্তরের আলেম সমাজসহ সকল মত আকিদার ধর্মপ্রাণরা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাও দলে দলে অংশগ্রহণ করেন।এ সময় হাজার হাজার জনতা বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মিথ্যাচার, আগ্রাসন, আজমের শরীফের খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) এর দরগাহ নিয়ে ষড়যন্ত্র, ত্রিপুরা বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননা ও ইসকন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানান।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাতের খলিফা আসিফ আশরাফী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, আহলে সুন্নাতের খালিদ আজম, মাওলানা শাহিদ রেজা রিজভী, মোমিনুল ইসলাম রিজভী, আল-ফারুক অ্যাকাডেমির শিক্ষক সাহবাজ উদ্দিন সবুজ, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মাওলানা সাবির হোসেন রিজভী, মাওলানা গোলাম কাদের হীরা আশরাফী, শামস চুন, শেখ কুতুব উদ্দিন, শাহিদ কাদেরী, হায়দার এমাদী, ছাত্রদল নেতা আরমান হোসেন, শাম্মু আশরাফী, রাকিব খান এমাদী, সৈয়্যদ পাপ্পু বাখশি, নাদিম আশরাফী, আশরাফসহ আহলে সুন্নাতের অন্যান্য আলেমবৃন্দ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ গুলজার আশরাফী।বক্তারা শান্তি প্রিয় বাংলাদেশ ভারতের অযাচিত আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যে ভারতে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ নয়, যে দেশে মুসলমানদের ইবাদতস্থল মসজিদ, মাদ্রাসা নিরাপদ নয়। এমনকি সকল ধর্মের শ্রদ্ধাস্থল আজমের শরীফেও তাঁদের কুনজর পড়েছে সেই ভারত দেশ দেশ আমাদের যেন সংখ্যালঘু সুরক্ষার শিক্ষা না দেয়। আগে নিজের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন। বক্তারা আরও বলেন, তাঁদের দেশে আমাদের দূতাবাসে হামলা করা হয়েছে, পতাকা পুড়ানো হয়েছে। এর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।সেই সাথে দেশের মধ্যে বিভিন্ন মসজিদ, দরগাহ ও মাজারে হামলা করে মুসলমানদের মাঝে একতা বিনষ্টকারীদেরও চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানানো হয়। পরে সালাতো সালাম ও দেশ জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশাল ওই প্রতিবাদ সমাবেশ।