পাবনায় ইউনানী চিকিৎসা পদ্ধতির মূলনীতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি ও মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে পাবনায় ‘ইউনানী চিকিৎসা পদ্ধতির মূলনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল নয়টায় জেলা পরিষদের রশিদ হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন।এতে বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক সৈকত কুমার কর, ঔষধ প্রশাসন অধিদফতরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান, হারবাল প্রডাক্ট কসমেটিক আ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাদল ও বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম ভূঁইয়া ও ইউনানী ডক্টরস সোসাইটি রাজশাহী বিভাগের সহ-সভাপতি হাকীম মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন পাবনার যুগ্ম-সাধারণ সম্পাদক হাকীম মো. রফিকুল ইসলাম।এছাড়া আলোচক ছিলেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা মো. আবুল হোসেন, পশ্চিম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. সাইফুর রহমান, একেএল ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ও মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি মো. রাসেদুজ্জামান ও হার্বেক্স অ্যান্ড কোংয়ের ব্যাবস্থাপনা পরিচালক মো. ইমরুল হাসান রন্টি।আরও আলোচনা করেন ওই অ্যাসোসিয়েশনের পাবনার উপদেষ্টা মো. রবিউল ইসলাম রবি, ইউনানী ঔষধ শিল্প সমিতির সদস্য মো. আবুল, হোসেন মঞ্জুর কাদের, ইউনানী ডক্টর সোসাইটির নির্বাহী সদস্য হাকিম মো. দলিল উদ্দিন, একই সোসাইটির ঢাকা মহানগর সভাপতি ডা. হাকীম আমিনুল আরেফিন, রাজশাহী বিভাগের কার্যকারী সদস্য মো. মুরাদ পারভেজ, পাবনার সভাপতি হাকীম মো. আব্দুর রহিম সাধারণ সম্পাদক হাকীম, মো. ইমরান হোসেন প্রমুখ।