• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ বিকাল ০৩:২৮:২১ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ বিকাল ০৩:২৮:২১ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

বকশিগঞ্জে টিসিবি কার্ড বিতরণের নামে চাঁদা আদায় করছেন ইউপি সচিব

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে টিসিবি স্মার্ট কার্ড বিতরণের নামে ১০০-২০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের সচিবের আনোয়ার ইসলাম বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় হট্টগোল দেখা দেয়। ১৩ জানুয়ারি সোমবার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। পরে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান (ফর্সা) পরিষদে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।স্থানীয়রা জানায়, নিলক্ষিয়া  ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য জমা নেওয়া হয়। সেই কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করে সোমবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার ইসলাম। স্মার্ট কার্ডের জন্য জনপ্রতি ১০০-২০০ টাকা করে নেয় ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার ইসলাম। এ নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।সরেজমিনে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, টিসিবি কার্ডধারীরা স্মার্ট কার্ড নিতে এসে টাকা দিচ্ছে। এ সময় তারা অভিযোগ করেন স্মার্ট কার্ড নিতে ১০০-২০০ টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার ইসলাম। এর প্রতিবাদ করায় কার্ড বিতরণ বন্ধ করে দেওয়া হয়।নিলক্ষিয়া ইউপি সচিব আনোয়ার ইসলাম বলেন, ‘আমি নিজেই ইউনিয়ন পরিষদের টিসিবির স্মার্ট কার্ডের কাজগুলো করছি। টাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই কার্ডের বিনিময়ে বারতি কর আদায় করছি। জনস্বার্থে কাজ করার জন্য তিনি টাকা নিচ্ছেন। তিনি আরো বলেন, আমাদের পরিষদের কাজে কিছু টাকা খরচ হয়েছে এই টাকা তুললে তা ফিলাফ হবে।মো. সুলতান মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, চেয়ারম্যান নিজে টাকা নিচ্ছে বলে তিনি জানান।প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান (ফর্সা) বলেন, আমি এবিষয়ে অবগত না। যদি এই এবিষয় সঠিক হয়ে থাকলে সচিবকে বলে টাকা ফেরতের ব্যবস্থা করবো।বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার এই বিষয় জানা নেই, তবে তিনি যদি টাকা নিয়ে থাকেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।