• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৪:৩৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৪:৩৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ভ্যান চালিয়ে এমএ পড়ছেন ৩ সন্তানের পিতা

বোয়ালমারী (ফরিদপুর) থেকে: দায়িত্ব আর কাজের চাপ কখনো কখনো হার মানে প্রবল ইচ্ছাশক্তির কাছে। তেমনই ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাঁইত্রিশ বছর বয়সী মো. সাহাদাৎ হোসেনের ক্ষেত্রে। তিনি ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে।পরিবারের দায়িত্ব, স্ত্রী-সন্তানদের প্রতি কর্তব্য, বয়সের চাপ, শিক্ষা জীবনে একের পর এক অকৃতকার্যতা কোন কিছুই যেন দমাতে পারেনি সাহাদাৎ হোসেনকে।দায়িত্ব আর কাজের চাপ উপেক্ষা করে বয়সের কাছে হার না মেনে তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন না হওয়া পর্যন্ত তার এই অদম্য আগ্রহ বর্তমান থাকবে বলে তিনি জানান। বর্তমানে স্থানীয় একটি সরকারি কলেজে স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী। এর আগে পঞ্চমবারের চেষ্টায় তিনি উচ্চ মাধ্যমিকে কৃতকার্য হয়েছেন। সংসার আর ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া করেই তিনি মাধ্যমিকে কৃতকার্য হন।তিনি ভ্যান চালক সমিতির বোয়ালমারী পৌর শাখার সভাপতি। তার স্বপ্ন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। তিনি বিশ বছর ধরে ভ্যান চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা নির্বাহ করছেন। ভ্যান চালানোর পাশাপাশি লেখাপড়া শেখার অদম্য আগ্রহের কারণে রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে এবং মাঝে মধ্যে দিনের অবসরে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। ইংরেজিতে তার ভালো দখল এবং আগ্রহ। ব্যক্তিগত জীবনে সাহাদাৎ তিন সন্তানের জনক।তিনি ২০১৪ সালে মাধ্যমিক পাস করেন। এরপর চারবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অকৃতকার্য হন। পরে ২০২০ সালে উচ্চ মাধ্যমিকে কৃতকার্য হন। এবার তার স্বপ্ন স্নাতক ডিগ্রি, শেষে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন।সাহাদাতের ৯ বছর বয়সী মেয়ে মোসান্মাৎ আঁখি সুলতানা ময়না ইউনিয়নের গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে এবং ৬ বছর বয়সী বড় ছেলে মোহাম্মদ আলী ওই একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। ছোট ছেলে হিদায়েতউল্লাহ দুই বছর বয়সী।সাহাদাৎ জানান, ভ্যান চালিয়ে প্রতিদিন গড়ে ৫শ টাকা আয় হয়। পৈতৃক সম্পত্তির মধ্যে তার একটি টিনের ঘর এবং মাত্র ১০ শতাংশ ফসলি জমি আছে। যত বছরই লাগুক না কেন তিনি এমএ পাস করবেন বলে জানান তিনি। চাকুরি প্রাপ্তির জন্য না, উচ্চ শিক্ষিত হওয়ার বাসনা তার।'